বগুড়ায় পৌনে তিন লাখ টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১২। র্যাবের দাবি, বিভিন্ন জেলায় ঘুরে বেড়ানোর নামে জাল নোট খরচ করাই ছিল তাদের উদ্দেশ্য।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শহরের আকবরিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আব্দুস সাত্তার মৃধা (৫০), ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার শাহিন মিয়া (৪২), পিরোজপুরের নাজিরপুর উপজেলার রনি মোল্লা (২২) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোবারক মিয়া (৪৩)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আকবরিয়া হোটেলে জাল নোট নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন এমন একটি গোপন সংবাদ ছিল র্যাবের কাছে। এ তথ্যের ভিত্তিতে হোটেলের ২৭ নাম্বার রুমে অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। অভিযানে ২ লাখ ৮৭ হাজার জাল নোটসহ ওই চারজনকে আটক করা হয়।
র্যাব কমান্ডার আরও বলেন, আমরা আটকদের সদর থানায় হস্তান্তর করেছি। থানা থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours