মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর
কক্সবাজারে পৌঁছেছে করোনা ভাইরাসের টিকার ৮৪ হাজার ডোজ।
কক্সবাজার সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপার সাইফুল হক জানান, রোববার ৩১ জানুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে ৮৪ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা এসেছে, পরে সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে পৌঁছানো হয়।
তিনি জানান, বেক্সিমকো ফার্মার একটি কার্ভাড ফ্রিজার ভ্যানে করে আনা করোনা ভাইরাসের এসব টিকা গ্ৰহন করেছেন। কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, জেলা ড্রাগ সুপার রোমেল বড়ুয়া,কোল্ড চেইন ট্রেইনার তাপস কুমার বড়ুয়া এবং তিনি নিজেই উপস্থিত থেকে কক্সবাজারে আনা করোনার ভ্যাকসিনগুলো ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজোনের টিকা “কোভি শিন্ড” সম্মিলিত ভাবে এসব টিকা গ্রহণ করেছেন।
সরকারের নীতিমালা অনুযায়ী ১৫ ক্যাটাগরীর নাগরিকদের অগ্ৰাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের এই টিকা দেওয়া হবে।
তারা হলো চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মী, ওয়ার্ড বয়, প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, মুক্তিযোদ্ধা,গন মাধ্যম কর্মী,ব্যাংককর্মকর্তা, বীরাঙ্গনা,শিক্ষক, পরিবার পরিকল্পনা বিষয়ক সকল কর্মকর্তা ও কর্মচারী,স্বাস্থ্য বিভাগীয় সকল কর্মকর্তা ও কর্মচারী, করোনার সম্মুখযোদ্ধাসহ আরো কিছু প্রতিষ্ঠানে নিয়োজিত স্টাফ।
ইপিআই সুপার জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল ও কক্সবাজার ভাইরাসের টিকাদান কেন্দ্র করা হয়েছে।
তিনি আরো জানান,আজ ৩১ জানুয়ারী ও কাল ১ফেব্রুয়ারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রতি উপজেলা থেকে ৫ জনকে মানবদেহে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
আগামী ২ ফেব্রুয়ারি ২দফায় জেলার টৈকনেশিয়ান,নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা ভিজিটরসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এরপর জেলা স্বাস্থ্য কমিটির সাথে বসে সিন্ধান্ত নিয়ে আগামী ৮ফেব্রুয়ারীর দিকে জেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হতে পারে আশাবাদ ব্যক্ত করেছেন।
+ There are no comments
Add yours