দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।
আজ (২৩ ডিসেম্বর) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। অনেকে বলেন, প্রশাসন সরকারি দলের পক্ষপাতিত্ব করেন। এটা আসলে সঠিক নয়।
সবাই সচেতন থাকলে এবং চোখ-কান খোলা রাখলে এটা বোঝা যাবে। আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।
+ There are no comments
Add yours