চুয়াডাঙ্গায় সকালে তীব্র আকার ধারণ করে কুয়াশা। সড়কে যান চলাচল দুরূহ হয়ে পড়েছে। হেডলাইন জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। দৃষ্টিসীমা ৪০০ মিটারের মধ্যে রয়েছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আরও কয়েক দিন এ ধরনের কুয়াশা থাকবে। তবে আজ সকাল ১০টা নাগাদ সূর্যের দেখা মিলবে। তাপমাত্রা ১০-১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ।
গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
এর আগে সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। এ অঞ্চলে আগামী কয়েক দিন এ ধরনের তাপমাত্রা বিরাজ করবে বলে জানান তিনি।
+ There are no comments
Add yours