প্রোটিয়াদের মাটিতেই টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে একটি ম্যাচ হারিয়েছে বাংলাদেশ নারী দল। দেশের ক্রিকেটের সাপেক্ষেই যা বেশ বড় এক অর্জন। টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতা হলেও ওয়ানডে সিরিজটায় অবশ্য ২-১ ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। দুই ফরম্যাটের সিরিজ শেষে গতকাল সোমবার রাতে ঢাকা পৌঁছায় তারা।
বিমানবন্দরে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অধিনায়ক জ্যোতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগ্রেস দলপতি বলেন, ‘অবশ্যই, দেখুন আমাদের জন্য বড় সুযোগ ছিল।
তবুও দলের পারফর্মম্যান্সে আমি হতাশ নই। কারণ সাউথ আফ্রিকার মাটিতে তাদের আমরা প্রথমবারের মতো হারিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ধারাবাহিকভাবে দুইটা ম্যাচে দুইশর বেশি রান করেছি এটা কিন্তু দলের জন্য বড় অর্জন।’
এদিকে বিমানবন্দরে জ্যোতিদের আগমনে খুব বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন না। তবে বেশি সাংবাদিক না থাকা নিয়ে কোনো আক্ষেপ নেই জ্যোতির, ‘আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা আমরা সেখানে মনোযোগ দিতে চাই।
এখন মিডিয়া কতটুুকু কাভার করলো, কেন করলো না, কেন আসলো না সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। কারণ এটা আমাদের কাজ না। সুতরাং যেটা আমাদের কাজ সেটা নিয়ে আমরা ফোকাস করতে চাই।’
+ There are no comments
Add yours