এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করা ৭ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে।
এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১৫ জন শিক্ষার্থী, ফেল থেকে পাস করেছেন ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন এক শিক্ষার্থী।
আজ (২৬ ডিসেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ড প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হওয়া মানে প্রথম মূল্যায়নের সময় পরীক্ষকদের বেশ গাফিলতি ছিল বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, এর আগে এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জ-এ ফলাফলে অস্বাভাবিক পরিবর্তন হওয়ার পর সব পরীক্ষকদের সতর্ক করা হয়। যে কারণে এবার পূর্ননিরীক্ষণে অন্যান্য বছরের চেয়ে কম সংখ্যক ভুল পাওয়া গেছে। তবে এ সংখ্যাটাও গ্রহণযোগ্য নয়। আমরা চাই এটা শূন্যের কোটায় নেমে আসুক।
কোন বোর্ডে কত জনের ফল পরিবর্তন
ঢাকা শিক্ষা বোর্ডে ২১ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন। ফেল থেকে নতুন করে পাস করেছেন ১৪৯ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট ৯৯৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ১৫২ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন।
বরিশাল বোর্ডের ৬ হাজার ২৮৬ জন শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছিলেন। তার মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৬ জন, আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন।
যশোর শিক্ষা বোর্ডে মোট ৩৩৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২৮ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন। এ বোর্ড থেকে ফেল করার পর খাতা চ্যালেঞ্জ করে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ জন পরীক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডে ৪৭২ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২৪ জন। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।
রাজশাহী শিক্ষাবোর্ডে ৩৬৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩১ জন শিক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডে ২৯৬ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৯ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডে ৭৯৫ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ৬৩ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আর ১৩১ জন ফেল থেকে পাস করেছেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ৫ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী ফল পরিবর্তনের আবেদন করেছিলেন। এর মধ্যে ১৩৬ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে নতুন করে পাস করেছেন ৩১ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে বেশি ৮২১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৪৪১ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৮ জন।
কারিগরি শিক্ষাবোর্ডের পুনর্নিরীক্ষণে ২৫২ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে নতুন করে পাশ করেছেন ৭৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।
+ There are no comments
Add yours