দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে প্রচারে নেমেছেন তার স্ত্রী স্কুলশিক্ষিকা শাহেদা বেগম।
চাকরিবিধি লঙ্ঘন করে তিনি ভোটারদের কাছে ভোট চাইছেন। শাহেদা চকরিয়া উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সরকারি বিদ্যালয়ের শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিব্রত অন্য শিক্ষকরাও। তবে এমপির স্ত্রী হওয়ায় প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন না তারা।
এদিকে চাকরিবিধি লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার।
তথ্য মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হন বর্তমান সংসদ সদস্য জাফর আলম।
মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। স্বামীর বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন চকরিয়া পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদা আক্তার।
প্রতিদিন স্বামীর পক্ষে বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন তিনি। ইতিমধ্যে তার বক্তব্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে প্রকাশ্যে নির্বাচনী সভায় বক্তব্য রাখা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শাহেদা বেগমের মোবাইল ফোনে কল দেওয়া হয়। কিন্তু তিনি তা রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
+ There are no comments
Add yours