
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ আদালতের নির্দেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৬৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এখনো বেশ কয়েক জন হেভিওয়েট প্রার্থীর প্রার্থিতার বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। গত ১৭ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত উচ্চ আদালত এসব আদেশ দিয়েছেন।
প্রার্থীদের আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৭ ডিসেম্বর বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
তারা হলেন- মুন্সিগঞ্জ-২ এর স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ, মানিকগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন, লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম রব্বানী এবং বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ।
১৮ ডিসেম্বর ২১ জন প্রার্থিতা ফিরে পান। এর মধ্যে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন, খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা, নওগাঁ-২ এর স্বতন্ত্র প্রার্থী এইচ এম আকতারুল আলম, সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাখাওয়াত হোসেন, ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) এম এ সালাম এবং গণতন্ত্রী পার্টির একাংশের সাত জন: তারা হলেন-ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (কিশোরগঞ্জ-১), মো. আশরাফ আলী (কিশোরগঞ্জ-২), দেলোয়ার হোসেন ভূঁইয়া (কিশোরগঞ্জ-৩), মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া (নীলফামারী-৩), মিহির রঞ্জন দাশ (সুনামগঞ্জ-২), মো. খায়রুল আলম (পাবনা-৩) ও মো. মতিউর রহমান (খুলনা-২)।
হেভিওয়েট ৩ প্রার্থীর শুনানি ২ জানুয়ারি
এদিকে প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আবেদনের শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার জজ আদালত। গত ২১ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আবেদনের ওপর শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। গত ২১ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন ধার্য করেন।
বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা ফেরত চেয়ে করা আবেদনের বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গত ২১ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন ধার্য করেন।
গত ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রার্থীদের আপিল শুনানি নিয়ে ইসির আপিল ট্রাইব্যুনাল ২৮৬টি আপিল মঞ্জুর করে। একই সময়ে ২৭৩টি আবেদন নামঞ্জুর করে। এরপর প্রার্থিতা ফিরে পেতে অনেক প্রার্থী হাইকোর্টে ও আপিল বিভাগে আবেদন করেছেন। সেই ধারাবাহিকতায় ৬৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (১৭ ডিসেম্বর) বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জনে দাঁড়িয়েছিল। পরে আদালতে গিয়ে অনেকেই প্রার্থিতা ফেরত পান। তবে বেশ কয়েক জন প্রভাবশালীর প্রার্থিতার বিষয়টি এখনো আপিল বিভাগে বিচারাধীন। আগামী ২ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এসব প্রার্থীর বৈধতা পাওয়ার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours