কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী কার্যালয় জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩১ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে নির্বাচনী অফিস ছাড়াও একটি সার ও কীটনাশকের দোকান পুড়ে যায়। এদিকে সোমবার (১ জানুয়ারি) আগুনে পোড়া অফিস পরিদর্শনে যান এ প্রার্থী। কক্সবাজার-১ আসনে হাতঘড়ি প্রতীকে তিনি নির্বাচন করছেন।
জানা গেছে, রাতে কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোজাখালী সিএনজি স্টেশন বাজারে কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
আগুন দেখে স্থানীয় লোকজন উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই নির্বাচনী অফিস ও একটি সার এবং কীটনাশকের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হাতহতের ঘটনা ঘটেনি।
দোকানের মালিক মো. আব্বাস (৩২) বলেন, ওই সময় দোকানে ছিলাম না বলে বেঁচে রয়েছি। তবে কারা আগুন দিয়েছে এখনও নিশ্চিত করতে বলতে পারছি না।
ক্ষতিগ্রস্ত আরেক দোকানি মো. বারেক সওদাগর বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হয়তো হাতঘড়ি প্রতীকের প্রতিপক্ষরা এ আগুন দিয়েছে। দুর্বৃত্তের আগুনে আমাদের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর দায়িত্বশীল ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours