দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংকে (৫৯) ছুরিকাঘাত করা হয়েছে।
আজ (২ জানুয়ারি) সকালে দেশটির দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরের সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মিউং মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে যাওয়ার সময় তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এ সময় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ওই হামলাকারী প্রতারণার আশ্রয় নিয়ে একটি অটোগ্রাফের জন্য লির কাছে গিয়েছিলেন।
তারপর তিনি ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা একটি ধারাল অস্ত্র দিয়ে লির ওপর আক্রমণ করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।
+ There are no comments
Add yours