চট্টগ্রাম ১৪ আসনে জমজমাট লড়াইয়ে হবে নৌকা বনাম ট্রাক

Estimated read time 1 min read
Ad1

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ আংশিক সাতকানিয়া আসনে নির্বাচনি প্রচারণা জমজমাট পিছিয়ে নাই অন্য প্রার্থীও দোহাজারী পৌরসভার সরকার পাড়া আবুল হোসেনের চাওয়া আগামীতে যে সাংসদ সদস্য নির্বাচিত হউক দোহাজারীতে একটি সবজি হিমাগার জরুরী প্রয়োজন, কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়ের আলী হোসে আলীশা চাওয়া শঙ্খ নদীর তীর ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ খুব জরুরি প্রয়োজন গত আগস্ট মাসের বন্যায় সব হারিয়ে শঙ্খ নদীর তীরের মানুষ গুলো নিঃস্ব পাহাড়ি ঢলে আমরা মারাত্মক ক্ষতি হয় প্রতিবছর বর্ষামৌসুমে।

চট্টগ্রামের সবজি বাজার হিসেবে পরিচিত শঙ্খ নদীর দুই তীরে মানুষের আশা করেন আমাদের চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিকের নতুন সংসদ সদস্য এসব বিষয়ে ভূমিকা রাখবেন।

জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমি টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। যা উন্নয়ন করেছি বিগত ৫০ বছরেও এরকম উন্নয়ন চন্দনাইশে হয়নি। আমি কোন অন্যায় বা দুর্নীতি করিনি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। আশা করি মানুষ আমাকে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেবেন।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার বলেন, ১৪ বছর ৫ মাস উপজেলা চেয়ারম্যান ছিলাম। কোথায় গেলে উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা যায় তা আমি জানি। সংসদ সদস্য নির্বাচিত হলে চন্দনাইশ সাতকানিয়া আংশিকে উন্নয়নে সবধরনের প্রচেষ্টা চালাবো।

আশা করি ৭ তারিখ মানুষ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকেই সংসদে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার প্রতীকে মোহাম্মদ আবুল হোছাইন কালিয়াশী জানান আমি সাতকানিয়া আংশিক থেকে নির্বাচন করতেছি আমরা জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ১৪ চন্দনাইশে ভোট দিয়ে থাকি,উপজেলা নির্বাচনে সাতকানিয়া ভোট দিতে হয়।

আমি নির্বাচিত হলে উত্তর সাতকানিয়া অবহেলিত ৬ ইউনিয়ন নিয়ে একটি থানা করবো অবহেলিত ৬ ইউনিয়নের উন্নয়নে সার্থে চেয়ার মার্কায় ভোট চাই। চট্টগ্রাম-১৪ আসনটি চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া আংশিক এলাকার কেঁওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পূরানগড় ও খাগরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। চট্রগ্রাম ১৪ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯৩ জন ভোটার ভোট দিয়ে আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে নজরুল ও জব্বার ছাড়াও জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আবুল হোছাইন কালিয়াইশী, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আয়ুব, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. গোলাম ইসহাক খান এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours