নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
বিএনপির আন্দোলনের মধ্যেও আজ রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দুই দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
ভোটের দিনের রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে মিছিল হয়। রাজধানীর পান্থপথ এলাকায় মিছিল করে ছাত্রদল। এছাড়া তেমন কোনো তৎপরতা দেখা যায়নি বিএনপির।
রাজপথে তেমন একটা তৎপরতা দেখা না গেলেও নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি এমনটি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল চলছে। এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
+ There are no comments
Add yours