১৪’তে নজরুল ইসলামের হ্যাট্রিক জয়, ১৫’তে মোতালেব সিআইপি

Estimated read time 1 min read
Ad1

মুহাম্মদ ফরিদ উদ্দীন সাতকানিয়া প্রতিনিধিঃ চন্দনাইশে নৌকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী জয়ী চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম-১৪) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। তিনি এই আসন থেকে ৭১ হাজার ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল জাব্বার চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ ভোট। লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো. ওয়ালী উল্লাহ পেয়েছেন ১৬২ ভোট। চেয়ার প্রতীকের প্রার্থী মো. আবুল হোছাইন পেয়েছেন ১২১ ভোট। ফুলের মালা প্রতীকের প্রার্থী মো. আলী ফারুকী পেয়েছেন ৯৪ ভোট। একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আয়ুব পেয়েছেন ১৯৬ ভোট।

টেলিভিশন প্রতীকের প্রার্থী মো. গোলাম ইসহাক খান পেয়েছেন ৬১৩ ভোট। মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মু. আব্দুস সামাদ পেয়েছেন ৫ হাজার ২৩১ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১০০ টি। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ২৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৫৭ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ জন। হিজড়া ভোটার রয়েছেন মাত্র ১ জন। মোট প্রার্থী ছিলেন ৮ জন। এখানে মোট ভোট গ্রহণ হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৭০ টি। বাতিল হয়েছে ২ হাজার ৮৪৪ টি ভোট। শতকরা ভোট পড়েছে ৪০ দশমিক ৬৮ টি। মোট ভোটের সংখ্যা ২,৮৮,৩০৩ (ডিসেম্বর ২০২৩), পুরুষ ভোটার: ১,৫২,৫৬৩, নারী ভোটার: ১,৩৫,৭৩৯, হিজড়া ভোটার: ১।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট।চট্টগ্রাম ১৫ আসনে মোট ভোটের সংখ্যা ৪,৫৮,৪১১ (ডিসেম্বর ২০২৩), পুরুষ ভোটার: ২,৪৪,৭০৯, নারী ভোটার: ২,১৩,৭০২।

হিজড়া ভোটার: ০এই আসনের ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫৭টি কেন্দ্রের ৪ লক্ষ ৫৮ হাজার ৪১১ জন ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করছেন ১ লক্ষ ২৫ হাজার ২১৮ জন ভোটার যা শতকরা ভোটের হার ২৭ দশমিক ৫১ শতাংশ।

এ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন (মোমবাতি) ৩৬২ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ সোলাইমান কাসেমী (হাতছড়ি) ১৫০ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম (লাঙল) ৩৮০ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের (ছড়ি) ৮৬ ভোট পেয়েছেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৯ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির অলি আহমদ ছাতা প্রতীকে পান ২২ হাজার ২২৫ ভোট।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১ হাজার ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফর জয়নাল আবেদীন কাদেরী টেলিভিশন মার্কা নিয়ে ৪ হাজার ৪৪৮ ভোট পান।

২০০৮ সালে জামায়াতে ইসলামীর প্রার্থী আ ন ম শামসুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক ১ লাখ ২০ হাজার ৩৩৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির অলি আহমদ ছাতা প্রতীক নিয়ে পেয়েছিলেন ৬৩ হাজার ৪১২ ভোট।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours