বিজ্ঞানীরা আগেই আভাস দিয়েছিলেন। এবার নিশ্চিত করে বললেন, মানব ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর ২০২৩।
এই রেকর্ড হওয়ার পেছনে কাজ করেছে মানব সৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক কারণে হওয়া এল নিনোর প্রভাব।
ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট সার্ভিস থেকে বলা হয়, প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় গত বছর বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।
বিবিসির বিশেষজ্ঞরা বলেছেন, গত বছর জুলাই থেকে প্রায় প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হয়েছে।
আর অক্টোবর মাসের গড় উষ্ণতা দেখার পরই বিজ্ঞানীরা ২০২৩ উষ্ণতম বছর হতে চলেছে বলে নিশ্চিত হন। শিল্পবিপ্লবের আগে অর্থাৎ, ১৮৫০-১৯০০ সালের মধ্যে অক্টোবরের গড় উষ্ণতা যা ছিল, তার চেয়ে এ বছর অক্টোবরে উষ্ণতা ০ দশমিক ৪ ডিগ্রি বেশি ছিল। অনেকের কাছে এই মাত্রা নগণ্য মনে হলেও জলবায়ু বিজ্ঞান তা মনে করছে না।
আর কেবল অক্টোবর নয়। একইভাবে বিশ্বের গড় উষ্ণতা বেড়েছিল গত সেপ্টেম্বরেও। চলতি বছরের সেপ্টেম্বরের উষ্ণতা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিজ্ঞানীদের কাছে।
ইউরোপভিত্তিক জলবায়ুবিষয়ক পর্যবেক্ষক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের এক প্রতিবেদনে ২০২৩ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হতে চলার পূর্বাভাস দেওয়া হয় গত নভেম্বরের শুরুতেই।
এ বিষয়ে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু ডেসলার বলেন, “আমাকে যেটা ভাবাচ্ছে সেটা শুধুমাত্র ২০২৩ সালের রেকর্ড ভাঙা তাপমাত্রাই নয়। বরং আগের রেকর্ডের তুলনায় এবারের রেকর্ডের মধ্যে পার্থক্য অনেক বেশি।
বিশ্ব আবহাওয়া সংস্থার ২০১৬ থেকে ২০২৩ এর মহাসচিব অধ্যাপক পেত্তেরি তালাস বলেন, “এটা শুধু পরিসংখ্যানের চেয়েও বেশি কিছু।
+ There are no comments
Add yours