‘যেতে নাহি দিব হায়, তবুও যেতে দিতে হয়’ এই স্লোগানকে সাক্ষী রেখে এবার বিদায় নিলেন বাংলাদেশ রেলওয়ের সদ্য বিদায়ী ট্রেন পরিচালক সমিতির সভাপতি মোঃ রোকনউদ্দিন। তার জন্ম ও বেড়ে ওঠা চাঁদপুরের মতলব উপজেলায়।
তার দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্যময় কর্মজীবনের শুরু হয়েছিল ১৯৮৭ সালে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রামে। চাকরি জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথেও জড়িত ছিলেন।
সর্বশেষ ২০১৬ সাল থেকে ২০২৩ সালে অবসরের আগ পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে ট্রেন পরিচালক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি চাকরি জীবনের ইতি ঘটান ঢাকা-চট্টগ্রাম রোডের বিরতিহীন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে। ঐদিন তাকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের দুই ম্যানেজার মোহাম্মদ তারেক, সানজিদ সোহান এবং সহকারি ম্যানেজার (অ্যাটেনডেন্ট) দের পক্ষ থেকে বিশেষভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
+ There are no comments
Add yours