রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ১৮ জন শিক্ষার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরই ৬ জন সাবেক শিক্ষার্থী রয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় সূত্রে এখন পর্যন্ত ১৮ জন সাবেক শিক্ষার্থীর সাংসদ নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
সংসদ সদস্য নির্বাচিত হওয়া রাবির সাবেক শিক্ষার্থীরা হলেন, শামসুল হক টুকু (পাবনা-১), শফিকুর রহমান বাদশা (রাজশাহী-২), আব্দুল ওয়াদুদ দারা (রাজশাহী-৫), নারায়ণ চন্দ্র (খুলনা-৫), বীর বাহাদুর উশৈ সিং (বান্দরবান), অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ (রাজশাহী-৪), বীরেন শিকদার (মাগুরা-২), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), আব্দুল হাই (ঝিনাইদহ-১), সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাাঁ-৩), অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (নাটোর-১), তাহমিনা বেগম (মাদারীপুর-৩), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), অধ্যক্ষ আবুল কালাম আজাদ (গাইবান্ধা-৪), মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), এনামুল হক বাবুল (যশোর-৪)।
তাদের মধ্যে শফিকুর রহমান বাদশা (রাজশাহী-২), বীর বাহাদুর উশৈসিং এম.পি (বান্দরবান), সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩), অ্যাড. আবুল কালাম আজাদ (নাটোর-১), তাহমিনা বেগম (মাদারীপুর-৩), এবং নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
+ There are no comments
Add yours