সারা দেশের মতো যশোরেও বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এ রোগে আক্রান্ত রোগীদের বেশির ভাগই শিশু।
ধারণক্ষমতার তিনগুণ শিশু রোগী নিয়ে হিমশিম খাচ্ছে যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে অধিকাংশই জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত।
রোববার সরেজমিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২০টি বেডের বিপরীতে বর্তমানে শিশু রোগী ভর্তি আছে ৫৫ জন। এর মধ্যে ১২টি শিশু নিউমোনিয়া, ৭টি নিওনেটাল এবং বাকি ৩৬টি শিশু সর্দি-কাশি, ব্রঙ্কাইটিস ও অ্যাজমাসহ বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত। শিশুদের পাশাপাশি বয়স্করাও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে শিশু ওয়ার্ডের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে শূন্য থেকে ৫ বছরের বয়সী শিশু এবং ৫০ ঊর্ধ্ব বয়স্ক মানুষের সংখ্যাই বেশি। এছাড়া শিশু ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডেও ভর্তি রোগীরা ক্লোল্ড ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ বলেন, হাসপাতালের ধারণক্ষমতার বেশি রোগী সেবা দিতে বাধ্য হচ্ছি। এর মধ্যে শীতে রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। তারপরও সুষ্ঠভাবে সেবা প্রদান করে যাচ্ছেন ওয়ার্ডে কর্তব্যরতরা।
+ There are no comments
Add yours