আগামীকাল থেকে স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা দেখতে পাবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করব। মূল্য নির্ধারণটা হবে স্বয়ংক্রিয়। এটা কখনো জোর করে করা যায় না। বাজারমূল্য কখনো আর্টিফিসিয়ালি দীর্ঘদিন ধরে রাখা যায় না। সেজন্য আমরা চেষ্টা করছি একটি স্মার্ট বাজার ব্যবস্থা চালুর।
আপনি যে বাজার ব্যবস্থা চান সেই বাজার ব্যবস্থা রিফর্ম করতে কতোদিন লাগবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটা স্মার্ট বাজার ব্যবস্থা চালু করতে যাচ্ছি যেখানে, উৎপাদক, আমদানিকারক থেকে ভোক্তা মাঝখানে যে বাধাগুলি আছে সেগুলো দূর করে এমন একটা স্বচ্ছ বাজার ব্যবস্থা করব।
তাহলে কি দাম বেঁধে দেওয়ার যে প্রক্রিয়া ছিল আপনারা সেদিকে হাঁটতে চাচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মুভমেন্টে দেখে সে অনুযায়ী মিলাররা নির্ধারণ করবে। তবে একই দামে তো সবাই কিনতে পারবেন না। এজন্য আজকে আমরা আলোচনায় বসেছি যে কীভাবে দামটা নির্ধারণ করা হবে। এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কেবিনেটে সিদ্ধান্ত নেব।
+ There are no comments
Add yours