মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি-সম্পাদকের ব্যক্তিগত ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাংচুর, লুট ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের আবু তোরাব বাজারের এমএসপি এন্টার প্রাইজের এই হামলার ঘটনা ঘটে।
সদ্য বিলুপ্ত হওয়া মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, রবিবার রাতে আমরা অফিসে কেউ ছিলাম না।
এসময় মুখোশ পরা ১৫-২০ জন সন্ত্রাসী এসে আমাদের ব্যবসায়িক অফিস ভাংচুর করে। অফিসে থাকা ৩২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন, নগদ দেড় লক্ষ টাকা, একটি আইপিএস, ৩টি মোটর সাইকেল নিয়ে যায়। এসময় তারা আরো ২টি মোটর সাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহমেদ নিজামী বলেন, ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর রবিবার রাতে সাবেক নেতৃবৃন্দ আবুতোরাব বাজারে এসে অবস্থান নেয়। এসময় তারা দায়িত্ব থাকাকালীন সময় যাদের সাথে বিভিন্ন সময় অন্যায় করেছিলো তারাও অবস্থান নেয়। দু’গ্রুপের দলাদলিতে বাজারে উত্তেজনা দেখা দিলে মিরসরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান খবর বাংলাকে বলেন, আবুতোরাব বাজারে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়া নিয়ে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত: গত ৬ ফেব্রুয়ারি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। এরপর থেকে মায়ানী এলাকায় উত্তেজনা দেখা দেয়।
+ There are no comments
Add yours