
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির মহাসচিব মরহুম এইচ এম শফিকুর রহমানের জন্য স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (২০শে জানুয়ারী) বিকাল ৪টায় ১৫১ মতিঝিল বা/এ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করবেন দৈনিক স্বদেশ বিচিত্রা”র উপদেষ্টা সম্পাদক প্রফেসর মু.নজরুল ইসলাম তামিজী।
স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠন এর চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি কবি অশোক ধর, মো.মঞ্জুর হোসেন ঈসা, মঞ্জুরুল আলম টিপু,রবিন আহমেদ, আবুল কালাম আজাদ,ছড়াকার তৌহিদুল ইসলাম কনক,আব্দুল কাইয়ুম, প্রদীপ সাহা,এবি বাদল,এন এস মিলন, আল আমিন,খবির আহমেদ সেন্টু প্রমুখ।
বক্তারা বলেন,এইচ এম শফিকুর রহমান একজন মানবিক, সহজ-সরল মানুষ ছিলেন। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি।মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে তিনি মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত লড়াই করে গেছেন। তিনি পরিবেশ ও মানবাধিকার নিয়ে অনেক ভালো কাজ করে গেছেন।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য,বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির মহাসচিব এইচ এম শফিকুর রহমান গত ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে মৃত্যুবরণ করেন।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours