রাজধানীসহ দেশের সর্বত্র আজ মঙ্গলবার শীতের প্রকোপ আরও বেড়েছে। আজ চলতি মৌসুমে রাজধানী এবং সেই সঙ্গে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো।
তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে ঘনকুয়াশা। যার কারণে রাত থেকে বন্ধ ফেরি চলাচল। এবার নৌরুটে যান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
তিনি জানান, আজ ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি হতে ঘন ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা কোথাও এর চেয়ে কম হতে পারে।
এসব এলাকায় নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে এই সময় কোনো সংকেত দেখাতে হবে না। এদি আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
+ There are no comments
Add yours