নৌকার পক্ষে কাজ করায় প্যানেল মেয়রের পরিবারকে হয়রানি

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম চন্দনাইশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এজেন্ট থাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিথ্যা মামলা,হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব কমিশনারের পরিবার।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে তার নিজ বাসবভনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মোহাম্মদ আলী সওদাগর। লিখিত বক্তব্যে তিনি বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামীগের যাবতীয় কর্মসূচি পালন করে আসছি।

তারও ধারাবাহিকতায় গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে ভোট সেন্টারে আমি ও আমার পরিবারের সদস্যরা নৌকার এজেন্টের দায়িত্ব পালনের কারণে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার ও আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে।

পরবর্তীতে তারা মিথ্যা মামলা দিয়ে আমি ও আমার পরিবারকে হয়রানিমূলক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমার পরিবার নিয়ে জীবনযাপন করা দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের অত্যাচারে তিনি নিরুপায় হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে এবং মিথ্যা মামলা তুলে নেয়ার জন্য স্থানী এমপি,চেয়ারম্যানসহ প্রধান মন্ত্রী ও স্বরাস্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours