সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে বাংলাদেশে সৌদি আরবের আরও বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা জানান। এ সময় সৌদি রাষ্ট্রদূত সে দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
সকালে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান সরকার প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সে দেশের যুবরাজ সালমানের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সব বিভাগে একটি করে মসজিদ ও ইসলামী ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইনস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে হজ ও ওমরা হজের প্রক্রিয়া আরও সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন। দুই দেশের ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ানোর কথাও বলেন তিনি। রাষ্ট্রদূত অন্য পেশাদারদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মীদের নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
+ There are no comments
Add yours