জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পুনঃনির্বাচিত হওয়ায় ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।বুধবার (৩১ জানুয়ারি) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসময় স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। সংসদে সরকারি দলের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক আলোচনা করার মাধ্যমে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরে সংসদ সদস্য শামসুল হক টুকু ডেপুটি স্পিকার পুনঃনির্বাচিত হওয়ায়, সংসদ সদস্য মতিয়া চৌধুরী সংসদ উপনেতা, সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম, সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, নজরুল ইসলাম বাবু এবং মাশরাফী বিন মোর্ত্তজা জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours