জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আমরা কাজ করচ্ছি। আগামীতেও সেই কাজ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অব্যাহত রাখবো।
যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ করা হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে। নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অনার দেয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
পরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা পার্কে আয়োজিত এ গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
+ There are no comments
Add yours