সড়ক-মহাসড়কে ঘন কুয়াশা, অসহায় জনপদ

Estimated read time 1 min read
Ad1

হঠাৎ করেই ঘনকুয়াশায় ঢাকা পড়েছে মাদারীপুরের সড়ক-মহাসড়ক। সকাল থেকে কুয়াশার তীব্রতায় ঢাকা পড়ে পথঘাট। সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহন। 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। সকালে কুয়াশার পরিমাণ আরও বাড়ায় দেখা দিয়েছে দুর্ভোগ। এদিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকেই পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে রয়েছে ধীর গতি।

দুর্ঘটনা এড়াতে পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ভোর থেকে চলাচল করছে। এছাড়া অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে মহাসড়কে যানবাহন চলাচল কম দেখা গেছে।

তবে কুয়াশার মাত্রা বেশি থাকলেও শীত অপেক্ষাকৃত কম। এছাড়া ঢাকাগামী লোকাল পরিবহনও মহাসড়কে কম রয়েছে। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী স্বল্পতা রয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাটেনি ঘন কুয়াশা।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মহাসড়কে হাইওয়ে পুলিশের স্বাভাবিক ডিউটি আছে। কুয়াশার কারণে সকাল থেকেই মহাসড়কে পরিবহন চলাচল কিছুটা কম। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও আছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours