হরিজন সম্প্রদায়ের নারীদের চোখের জল, ব্যবসায়ীদের আর্তনাদ

Estimated read time 1 min read
Ad1

রেলওয়ের জমির গোপন লিজ বাতিল চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকায় বসবাসরত হরিজন নারীরা ও ব্যবসায়ীরা।

শনিবার ( ৩ ফেব্রুয়ারী) দুপুরে নান্দিনা রেলগেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা রেলওয়ে জমির গোপন লিজ বাতিল চেয়ে বক্তব্য রাখেন।

শত শত নারী-পুরুষ এসময় মানববন্ধনে অংশ নেন। এসময় রেলওয়ের জমিতে বসবাসরত কয়েকজন হরিজন সম্প্রদায়ের নারী মানববন্ধনে অংশ নেয়।বসতভিটা হারানোর ভয়ে এসময় তাদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান জামালপুরের নান্দিনা এলাকার সন্তান। আমরা দীর্ঘদিন যাবৎ এই জমিতে ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই, লিজ আমরাই নিতাম। কিন্তু গোপনে এ জমি লিজ দেওয়ায় আমরা বিপদে পড়েছি। আমরা মহাপরিচালকের নিকট এই লিজ বাতিলের অনুরোধ জানাই।

ব্যবসায়ী ইয়াসিন আলী আকন্দ বলেন, স্টেশন মাষ্টার সহ আমরা আশেপাশে বসবাসকারী কেউ এই লিজ সম্পর্কে জানিনা, আমরা যারা বিশ পঁচিশ বছর ধরে রেলওেয়ের জমিতে ব্যবসা পরিচালনা করছি তারা হঠাৎ করেই বিপদে পড়ে গেছি। এই লিজ বাতিল করে পূণরায় টেন্ডার আহবানের অনুরোধ জানান তিনি।

ব্যবসায়ী আলম সরকার বলেন, দ্রুত এই লিজ বাতিল করে নতুন করে টেন্ডার বিজ্ঞপ্তি দিয়ে আমাদের লিজ নেয়ার সুযোগ দেয়া হোক। হরিজন নারী বিন্দিয়া বলেন,আমরা এখন কোথায় যাবো। আমাদের ঘর ভেঙে জমি দখল করে নিবে। আমরা লিজ নিয়ে এখানেই থাকতে চাই।এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

এসব বিষয়ে জানতে চাইলে, নান্দিনা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আল জাহিদ নোমান বলেন, কবে কখন টেন্ডার বিজ্ঞাপন হয়েছে আমরা জানিনা।রেলওয়ের ল্যান্ড ডিপার্টমেন্ট সেটা বলতে পারবে। বাংলাদেশ রেলওেয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা এস এম ফেরদৌস আলমকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

জানা গেছে, গত ডিসেম্বরে নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকার রেলওয়ের জমির ১৫৬ টি প্লটের লিজের টেন্ডার দেয়া হয়। প্রকৃত বসবাসকারী ও ব্যবসায়ীরা এ টেন্ডার সম্পর্কে না জানায় তারা লিজ কার্যক্রমে অংশ নিতে পারেনি। আট প্লটের লিজ পাওয়া শাহনেওয়াজ রাজু জানান, বিশ পঁচিশজন আবেদনকারী ১৫৬ টি প্লট পেয়েছেন কিন্তু তারা কে কে সেটা জানি না। আমি মাত্র আটটি প্লট পেয়েছি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours