যানবাহনসহ সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার কাজ করে থাকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
কিন্তু প্রতিষ্ঠানটির মিরপুর কার্যালয়ের সামনে তাদের ফিটনেস চেকিং ও নম্বরপ্লেট দেওয়ার কার্যক্রম ঘিরে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। সেখানে সেবা নিতে আসা যানবাহন সড়কের একাংশে দাঁড় করিয়ে রাখায় তৈরি হচ্ছে যানজট। এতে ভোগান্তি হচ্ছে ওই এলাকা দিয়ে যাতায়াত করা লোকজনের।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় বিআরটিএর কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ফটকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা রেখে রাস্তার প্রায় বেশিরভাগ অংশ বন্ধ করে রাখা হয়েছে। ওই সিএনজি অটোরিকশার পেছনে সেবাপ্রত্যাশী মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও অন্যান্য গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
সেখানে রাস্তার ওপরেই চলছে গাড়ির ফিটনেস চেক ও সার্টিফিকেট দেওয়া এবং নম্বরপ্লেট লাগানোর কাজ। আর যে সামান্য রাস্তাটুকু আছে, তা দিয়ে কোনোমতে চলাচল করছে যানবাহন। এতে ওই সড়কে তৈরি হয়েছে যানজট।
+ There are no comments
Add yours