মিয়ানমার সীমান্তে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
এর আগে সকালে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়নের আওতাধীন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী এ রুটে ভ্রমণ বন্ধ রাখার পরামর্শ দেন।
+ There are no comments
Add yours