মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর
কক্সবাজার সদর উপজেলা ও রামু উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার দিন ব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে ৮হাজার ইয়াবাসহ টেকনাফ উপজেলার ২জন পুরুষ,১জন মহিলা ও ১জন রোহিঙ্গাসহ ৪জনকে আটক করে।
কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নির্দেশনায় ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন তেচ্ছিপুল এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ সদরের ৭নং ওয়ার্ডের কচুবনিয়া পাড়ার আব্দুল খলিলের ছেলে মোঃ ফরিদ আলম (২৬)ও ৩নং ওয়ার্ডের বড় হাবিব পাড়ার সৈয়দ আহমেদের স্ত্রী পারভীন আক্তার (৩৮)কে ৪হাজার ইয়াবাসহ আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলামের নেতৃত্বে একই দিন বিকেল আনুমানিক ৩টার দিকে পর্যটন জোনের কলাতলী বীচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বালুখালীর রোহিঙ্গা 8w,ব্লক নং-FW64,মাঝি মোহাম্মদ আলী হেড মাঝি মোহাম্মদ ছৈয়দের ব্লকের মৃত নুর ইসলামের ছেলে মোঃ শাহজাহান(৩০),২ হাজার পিচ ইয়াবাসহ আটক করে।
এছাড়াও একইদিন কলাতলী বীচ রোডস্থ সায়মন হোটেলের সামনে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ২ হাজার পিচ ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলার ৭ নং ওয়ার্ডের রঙ্গীখালীর রহিম বকশুর ছেলে আব্দুল খালেক (৩৪)কে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সহকারী পরিচালক সোমেন মন্ডল তথ্যটা নিশ্চিত করেছেন, এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়ার, উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম ও উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক পৃথক মামলা রুজু করেছে।
+ There are no comments
Add yours