পড়াশোনা না করলেও এহসান আহমেদ (৩০) নিজেকে পরিচয় দিতেন পিএইচডিধারী। কানাডায় স্থায়ী বসবাসের গ্রিনকার্ড আছে এমন কথা বলে বিদেশ যেতে ইচ্ছুক তরুণীদের টার্গেট করতেন তিনি।
এছাড়া নিজেকে দেশের একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকের সন্তান বলে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন নেত্রকোণা পূর্বধলা উপজেলার নারান্দিয়ার বাসিন্দা এহসান।
সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুলের এক সাবেক শিক্ষার্থী ও বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীকে টার্গেট করেন এহসান। কানাডায় স্ত্রী হিসেবে নিয়ে যাওয়ার প্রলোভনে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। পরে নানা কৌশলে তাদের থেকে হাতিয়ে নেন ব্যক্তিগত ছবি ও ভিডিও।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচিতদের কাছে সেসব ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার করে আসছিলেন তিনি।
পরে রাজধানীর মুগদা থানায় এক ভুক্তভোগীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা এলাকা থেকে এহসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
+ There are no comments
Add yours