সমাজে সাম্প্রদায়িকতা এখনও লুকিয়ে আছে-শিক্ষা উপমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ডেস্ক

সমাজের আনাচে-কানাচে এখনও সাম্প্রদায়িকতা এবং পশ্চাৎপদ মানসিকতা লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি সমাজের আনাচে-কানাচে এখনও সেই কুপমণ্ডুকতা, সাম্প্রদায়িকতা, পশ্চাৎপদ মানসিকতা লুকিয়ে আছে। যার কিছু কিছু উদাহারণ আপনারা প্রায় দেখতে পাবেন।

শিক্ষা্ উপমন্ত্রী আজ রোববার বন্দর নগরীর সিআরবি শিরীষ তলায় প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা্ উপমন্ত্রী বলেন , এই চট্টগ্রাম ছিল সংস্কৃতির লীলাভূমি। বাঙালি সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের উপাদানগুলো নতুন প্রজন্মের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। জাতির পিতার জন্ম শতবর্ষে বঙ্গবন্ধুকন্যার হাত ধরে বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার কথা বলেন এ সাংসদ ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর একটি বিশাল কূটনৈতিক বিজয় হচ্ছে, অনেক পশ্চিমা দেশও এখনও ভ্যাকসিন পায়নি। সেই ভ্যাকসিন প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে আমরা উপহার পেয়েছি। বাংলাদেশ আরও অনেক ভ্যাকসিন ক্রয় করে নিয়েছে। এসময় সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে সম্পূর্ণ জীবনযাপন আবারো স্বাভাবিকভাবে শুরু হবে এই আশাবাদ করেন।

অনুষ্ঠানে প্রমার সভাপতি রাশেদ হাসান বলেন, গত প্রায় এক বছর আমরা দুঃসময় কাটিয়েছি। সেই মহামারীকাল এখনও কাটেনি। মানুষ হাঁফিয়ে উঠেছে। ভিতরে ভিতরে ক্লান্ত হয়ে উঠেছে। এই বসন্ত উৎসব মানুষকে অনুপ্রাণিত করবে। কুপমণ্ডুকতা ও সাম্প্রদায়িকতা ঝেড়ে ফেলে একটি আধুনিক রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে শুদ্ধ সংস্কৃতি চর্চার উপর জোর দেন তিনি।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকে ভূষিত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব ডা. উত্তম বড়ুয়া, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল।

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বোধনের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী।পিআইড।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours