ঢাকায় ২৫ শতাংশ রাস্তার পরিবর্তে আছে ৯ শতাংশ

Estimated read time 0 min read
Ad1

ঢাকায় রাস্তার প্রয়োজন ২৫ শতাংশ, কিন্তু সেখানে মাত্র ৯ শতাংশ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঢাকার ট্রাফিকিং ব্যবস্থাকে পর্যায়ক্রমে লাইটিং সিস্টেমে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

শফিকুল ইসলাম শিমুল তার প্রশ্নে বলেন, বাইরের দেশগুলোতে এতো চমৎকারভাবে গাড়িগুলো চলাচল করে, যেখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। সিগন্যালের মাধ্যমে সুন্দরভাবে রাস্তায় গাড়ি চলাচল করে। আমরা যখন ক্যান্টনমেন্টে যাই, দেখি এতো সুন্দরভাবে গাড়ি চলাচল করে! আইন করে হলেও গোটা বাংলাদেশে সিগন্যাল বাতির এমন পরিবেশের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না?

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকায় দুই কোটি লোকের বাস। একটি শহরে যান চলাচল উপযুক্ত রাখার জন্য, ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য অন্ততপক্ষে ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হয়। সেখানে আমাদের আছে ৯ শতাংশ রাস্তা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে সেটি সাড়ে ৯ শতাংশ হতে পারে। আমাদের রাস্তার সংকট রয়েছে। আমরা ট্রায়ালভাবে একবার দিয়েছিলাম। তাতে আমরা মহাজটের একটা দৃশ্য দেখেছি। সেজন্য আমরা সরে গিয়ে আরেকটি পরিকল্পনা নিয়েছি।  

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours