মিয়ানমারের রাখাইনের সিত্তের বাংলাদেশ মিশন থেকে কূটনীতিকসহ সকল কর্মচারীদের ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই দফায় মিশনের ১১ জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিত্তের বাংলাদেশ মিশনের সবাই নিরাপদে ইয়াঙ্গুনে পৌঁছেছে। তারা নিরাপদে এবং ভালো আছে।
গত রোববার পরিবারের সদস্যসহ তিনজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পরিবারের সদস্যসহ ছয়জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুই কূটনীতিক, তাদের পরিবার, মিশনের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছে।
বর্তমান মিশন বন্ধ রয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে কিন্তু মিশনের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ওখানকার পরিস্থিতি ভালো না। মিশন আপাতত বন্ধ রয়েছে।
তবে নিরাপত্তার জন্য স্থানীয় কর্মচারী থাকবে। তারা শিফট অনুযায়ী মিশনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। যেহেতু ওখানকার পরিস্থিতি ভালো সেজন্য মিশনের নিরাপত্তায় মিয়ানমার কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours