গত ১১ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গন্ডারামছড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র গ্রুপের সঙ্গে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ( ইউপিডিএফ) গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ শিশু রোমিও ত্রিপুরা (৭) অবশেষে বেঁচে ফিরল।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) শিশুটির বাবা ফবেন ত্রিপুরা এমন তথ্য নিশ্চিত করে বলেন, তার শিশুর জ্ঞান ফিরেছে। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে গন্ডারামছড়া এলাকায় সন্তু লারমার পিসিজেএসএস’র সশস্ত্র গ্রুপের সঙ্গে প্রসিত বিকাশ খীসার ইউপিডিএফ’র বন্দুকযুদ্ধ চলাকালে শিশু রোমিও পেটে গুলিবিদ্ধ হয়।
এরপর শিশুটির বাবা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিজিবি’র বাঘাইহাট ৫৪ বিজিবি’র ব্যাটালিয়নে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সাজেকের ২৭ বিজিবি এবং ৫৪ বিজিবি’র সহায়তায় স্থানীয় কমিনিউটি ক্লিনিকে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাঠানো হয়। তিনদিন পর শিশু রোমিও জ্ঞান ফিরেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সে কথা বলেছে।
+ There are no comments
Add yours