
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শেষ ২৪ ঘণ্টায় ১০৭ ফিলিস্তিনির প্রাণ গেছে। ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৯২ জনের প্রাণ গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে আরও বলেছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬৯ হাজার ২৮ জন আহত হয়েছেন।
 
গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়ায় অন্তত আটজন মারা গেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।  
এদিকে মধ্য গাজায় খাদ্য আনতে ত্রাণের ট্রাকের দিকে ছুটে আসা ফিলিস্তিনিদের দিকে গুলি চালায় ইসরায়েলি সেনারা। ফলে তারা পালিয়ে যান।
অন্যদিকে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখল নিয়ে ঐতিহাসিক শুনানি করছে। হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালতে শুনানির প্রথম দিনে ফিলিস্তিনি পক্ষ অবিলম্বে দখলের অবসানের দাবি জানিয়েছে।
পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলের আইনি পরিণতি সম্পর্কে আদালতে ৫২টি দেশ ও তিনটি সংস্থা ছয় দিনের শুনানিতে অংশ নেবে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours