উপজেলা নির্বাচনেও যদি বিএনপি না আসে তাহলে তাদের ভুলের খেসারত দিতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙ্গালীভোজ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল। এর বাইরে যারা স্বতন্ত্র করতে চেয়েছেন তাদের অনুমতি দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, মোরশেদ আলম, মোহাম্মদ আলী, মামুনুর রশীদ কিরন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ।
এরআগে, মন্ত্রী দুপুরে নিজ বাড়িতে পৌঁছে জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীদের নিয়ে মা-বাবার কবর জিয়ারত ও মোনাজাত করেন।
+ There are no comments
Add yours