ওভারের শেষ বলটি করলেন লাহিরু কুমারা। কাভার দিয়ে চার হাঁকিয়েই হেলমেটটা খুলে ফেললেন নাজমুল হোসেন শান্ত।
হাত তুলে করলেন উদযাপন। দুর্দান্ত ব্যাটিং, অধিনায়ক হিসেবে প্রথম আর ম্যাচ জেতানো সেঞ্চুরির পর এমন উদযাপন শোভা পায় তাকেই। শুরুতে বোলারদের নিয়মিত উইকেট এনে দেওয়া, পরে ব্যাটিং বিপর্যয় সামলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের সঙ্গে দুর্দান্ত জুটিতে দলকে জয় এনে দেন শান্ত।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ২৫৫ রানে অলআউট হযে যায় সফরকারীরা। রান তাড়ায় নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও পরে ৪৪ ওভার ৪ বলেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
শেশান্তর সঙ্গে মুশফিকুর রহিমের জুটি দলকে ভিড়িয়ে দিয়েছে জয়ের বন্দরে। ১৭৫ বলে তাদের জুটি ছিল ১৬৫ রানের। ১২৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১২২ রান করে শান্ত ও ৮৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন মুশফিক।
+ There are no comments
Add yours