দাম বাড়ার পরই খোলা বাজারে ডলার সংকট

Estimated read time 0 min read
Ad1

আগের দিন বুধবার (০৮ মে) বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে। এরপর থেকে খোলা বাজারে ডলারের সংকট তৈরি হয়েছে।

এতে কোনো কোনো মানি এক্সচেঞ্জার বিক্রি বন্ধ করেছে। আবার কোনো এক্সচেঞ্জে আড়াই টাকা বাড়িয়ে ১২১ টাকা ৫০ পয়সায় বিক্রি করছে। 

বৃহস্পতিবার (০৯ মে) রাজধানীর পুরানা পল্টন ও মতিঝিলের একাধিক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

পুরানা পল্টনে তিনটি মানি এক্সচেঞ্জ হাউজ প্রতি ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা বলে জানায়। দুই এক্সচেঞ্জ হাউজ প্রতিষ্ঠান জানায় তাদের কাছে কোনো ডলার নেই।

পল্টনের বকাউল এক্সচেঞ্জ হাউজে খোঁজ নিলে বিক্রেতা নজরুল ইসলাম ক্যালকুলেটরে ১২১ টাকা ৫০ পয়সা লিখে ডলারের দাম জানায়। তবে কতক্ষণ ডলার থাকবে বলতে অপারগতা প্রকাশ করেন।

তিনি বলন, গত কাল পর্যন্ত ১১৯ টাকা ৫০ পয়সায় বিক্রি করেছি। সরকার ১১০ টাকা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করেছে, আমরা আড়াই টাকা বাড়িয়ে ১২১ টাকা ৫০ পয়সা করেছি।

বিষয়টি নিয়ে পুরানা পল্টনের চকবাজার মানি এক্সচেঞ্জের মালিক মুস্তাফিজ বাংলানিউজকে জানান, তারা গতকাল সন্ধ্যা পর্যন্ত ডলারে বিক্রি করেছে। সকালে এসে বিক্রি শুরু করতেই আপাতত বন্ধ রাখার নির্দেশনা পান। এ কারণে ডলার বিক্রি বন্ধ।

মেক্সিকো মানি এক্সচেঞ্জের মালিক জানান, আপাতত ডলার নেই। হাতে এলে কেনা দাম বুঝে বিক্রি দাম জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours