দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরার উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ২০০৫ সাল থেকে সুদ, সার্ভিস চার্জ ও জামানত মুক্ত একটি ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেছেন। যারা এ ঋণটা নিয়ে থাকেন, তাদের প্রথম তিন মাস কোনো কিস্তি দিতে হয় না।
তিন মাস পর থেকে তারা সাপ্তাহিক কিস্তিতে ঋণ পরিশোধ করেন। তাদের আয় ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বসুন্ধরা ফাউন্ডেশনে কর্মরত স্টাফরা ঋণ গ্রহীতাদের বাড়ি গিয়ে কিস্তি আদায় করে থাকেন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা জানান তিনি।
মঙ্গলবারের ঋণ বিতরণ অনুষ্ঠানে বাঞ্ছারামপুর বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবীর, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হজরত আলী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন আনোয়ার, বাঞ্ছারামপুর বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours