কামাল পারভেজ অভি,সৌদিআরব
মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচী পালন করেছে সৌদিআরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশন।
একুশের প্রথম প্রহর রাত ১২ঃ০১ মিনিটে সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী নির্মিত শহীদ মিনারে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে মক্কার একটি স্হানীয় হোটেলের বলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও তাজুল ইসলামের পরিচালনায় শুরুতে কুরআন তেলোয়াত করেন মোহাম্মদ রিদুয়ান।
এতে প্রধান বক্তা ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাশেদুর রহমান কাশেদ।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি শমশের আলম, সোহেল আহমদ,মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী , যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সোলেমান, আব্দুল মতিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাছির।
বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শফিক আহমদ,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো ফোরকান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো নুরুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে লুৎফুর রহমান, মোহাম্মদ রিদুয়ান,মিন্টু, মোঃ সাদ ও মক্কার স্হানীয় বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours