বঙ্গবাজারে মার্কেট নির্মাণকাজের উদ্বোধন ২৫ মে

Estimated read time 0 min read
Ad1

ঢাকার ফুলবাড়িয়ার আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে ১০ তলা মার্কেটের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। আগামী ২৫ মে ‘আধুনিক বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় রাজধানীর সবচেয়ে পুরোনো পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। এতে ক্ষতিগ্রস্ত হন ৪ হাজারের মতো ব্যবসায়ী।

ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গবাজার কমপ্লেক্সের জায়গায় ১০ তলা বিপণিবিতান নির্মাণ করা হবে। এ জন্য ৩৬৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বঙ্গবাজারে ১০৬ কাঠা জমির ওপর নতুন বিপণিবিতানটি নির্মাণ করতে অন্তত চার বছর সময় লাগবে। সে অনুযায়ী এই বিপণিবিতানের নির্মাণকাজ ২০২৮ সালে শেষ হতে পারে। বিপণিবিতানের নির্মাণ ব্যয় দোকানমালিকদের কাছ থেকে চার কিস্তিতে নেওয়া হবে।

বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি মার্কেটে ২ হাজার ৯৬১টি বৈধ দোকান ছিল। বৈধ বরাদ্দপত্র ও প্রয়োজনীয় নথি দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত মালিকদের সবাই নতুন বিপণিবিতানে দোকান পাবেন বলে জানান ডিএসসিসির কর্মকর্তারা।

১০ তলা আধুনিক এই ভবনে থাকবে বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে ৩৮৪টি, প্রথম তলায় ৩৬৬টি, দ্বিতীয় তলায় ৩৯৭টি, তৃতীয় তলায় ৩৮৭টি, চতুর্থ তলায় ৪০৪টি, পঞ্চম তলায় ৩৮৭টি, ষষ্ঠ তলায় ৪০৪টি ও সপ্তম তলায় ৩১৩টি দোকান থাকবে। এ ছাড়া অষ্টম তলায় দোকান মালিক সমিতির অফিস, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের আবাসনের ব্যবস্থা রাখা হবে। ভবনের পার্কিংয়ে একসঙ্গে প্রায় ১৮৫টি গাড়ি ও ১১০টি মোটরসাইকেল পার্কিং করা যাবে। ভবনটিতে ২২টি খাবারের দোকান রাখা হবে। সেই সঙ্গে নকশায় আরও ৮১টির বেশি দোকান রাখার প্রস্তাব করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours