মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে শতবর্ষী আসর কোপা আমেরিকা। এর জন্য সবার আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল। নতুন কোচ দরিভার জুনিয়র, নিজের প্রথম অ্যাসাইনমেন্ট সফল করতে বেশকিছু চমক রেখে ঘোষণা ছিলেন এই স্কোয়াড।
তবে তার দল ঘোষণার পর বদলে যায় টুর্নামেন্টের নিয়ম। ২৩ জন থেকে বাড়িয়ে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে দলগুলো, এমনটা জানায় টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
এই সুযোগে নতুন করে চারজনকে দলে ভিড়িয়েছেন ব্রাজিলিয়ান কোচ। ম্যানচেস্টার সিটির ম্যাচে চোখে আঘাত পান গোলকিপার এডারসন। ফলে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলকিপার রাফায়েল।
এ ছাড়া রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একজন করে বাড়িয়ে, বর্ধিত ২৬ জনের স্কোয়াড দিয়েছেন দরিভাল জুনিয়র। গ্লেসন ব্রেমারকে মূল স্কোয়াডে না নেওয়ায় বেশ সমালোচনা হয়েছিল তার। এবার বর্ধিত দলে জুভেন্তাসের রক্ষণভাগের এই তারকা ডেকেছেন তিনি।
+ There are no comments
Add yours