আজিজুল হক চৌধুরী
আগামী ২ মার্চ (মঙ্গলবার) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে বোয়ালখালী রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে।
বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতুর উপর দিয়ে উপজেলার গোমদন্ডী হয়ে কানুনগোপাড়া সড়ক দিয়ে দাশের দিঘীর পাড় পর্যন্ত সার্ভিসটি চলবে।তবে সড়কটির পুরোপুরি সম্প্রসারণ ও মেরামত সম্পন্ন না হওয়ায় আপাতত গোমদন্ডী-অলি বেকারী পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে।
চট্রগ্রাম বিআরটিসি বাসের ডিপো ম্যানেজার আবদুল লতিফ জানান, বোয়ালখালীর সড়কটির জন্য ৪টি বাস বরাদ্দ হলেও একটি গাড়ির কাজ অসম্পূর্ণ থাকায় আপাতত ৩টি গাড়ি দিয়ে বাস সার্ভিস চালু হবে পরবর্তীতে বাসটি যোগ হবে সার্ভিসে। ভাড়ার নির্ধারণের জন্য রাতে বোয়ালখালীর সাংসদ মোসলেম উদ্দিনের সাথে বৈঠকে চুড়ান্ত স্বীদ্ধান্ত হবে।ইতোমধ্যে গত বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিআরটিসি বাসের বোয়ালখালী সংশ্লিষ্ট সড়কে ট্রায়াল সম্পন্ন করেন পরে বোয়ালখালীর সাংসদ মোসলেম উদ্দিন ও বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সড়কটি পরিদর্শন করেন।
এ ব্যাপারে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, আগামী মঙ্গলবার (২ মার্চ) বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের মাঠে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোসলেম উদ্দিন আহমদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে বোয়ালখালী সড়কের জন্য অনুমোদিত বিআরটিসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করবেন।
জানা যায়, এক সময় বোয়ালখালীর সড়ক-উপ-সড়কগুলোতে যাত্রীবাহী অর্ধশতাধিক বাস মিনিবাস চলাচল করতো। কালুরঘাট ব্রিজের সীমাহীন যানজট ও অভ্যন্তীণ সড়কগুলোর দুরবস্থাসহ নানাবিধ কারণে পর্যায়ক্রমে ধীরে ধীরে উধাও হয়ে যায় এসব বাস।
১৯৭৯ সালে চালু হয় জনগুরুত্বপূর্ণ এ লাইনের বাস সার্ভিস। এ সুযোগে সড়কে নামে দেশীয় তৈরি সিএনজি চালিত টুকটুকি আর অটো রিকশাগুলো। এখন এখানকার প্রায় ৪ লক্ষাধিক জনগণের যাতায়াতের জন্য এসব যানবাহনগুলো অন্যতম ভরসা।
+ There are no comments
Add yours