ডেস্ক নিউজ
ময়মনসিংহে স্বপন ভদ্র (৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি। একসময় তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল এলাকায় পুলিশ কাজ করছে। তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
সূত্র: আরটিভি
+ There are no comments
Add yours