ডেস্ক নিউজ:
চট্টগ্রামে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামের দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত জাহাজে থাকা ২১ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।
খবর পেয়ে নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজ, কোস্ট গার্ডের ২ টি জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের ১টি জাহাজ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রথমেই বহিঃনোঙ্গরে টহলে থাকা নৌবাহিনী জাহাজ শাপলা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে নৌবাহিনীর আরও ৪টি জাহাজ ও কোস্ট গার্ডের ২ টি জাহাজ আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
এলপিজি বহনকারী জাহাজ হওয়ায় আগুনের ভয়াবহতা খুব বেশি বলে জানান নৌবাহিনী ও কোস্ট গার্ড। তবে সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তারা। সে সাথে জাহাজটিতে থাকা ২১ জন নাবিক ও ক্রুকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চলতি মাসেই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় চারজন নিহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় বর্তমান অন্তর্বতী সরকার একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে দশ সদস্যের উচ্চপর্যায়ে তদন্ত কমিটি কাজ করছে।
+ There are no comments
Add yours