চট্টগ্রামে আরও ১৫৭ জনের করোনা শনাক্ত

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৫৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১০৬ জন নগরের ও ৫১ জন বিভিন্ন উপজেলার।

শুক্রবার (২৪ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে নগরের ১৮ জন ও বিভিন্ন উপজেলার ২৮ জন।

বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের পজিটিভ । তাদের মধ্যে ২৬ জন নগরের ও ৫ জন উপজেলার।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের পজিটিভ তাদের মধ্যে ২১ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ তাদের মধ্যে ১ জন নগরের ও ৫ জন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার চট্টগ্রামের ২১ জনের নমুনায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৭ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা।

শেভরণ ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে; তাদের মধ্যে ১৩ জন নগরের ও ২ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত হওয়া ৫১ জনের মধ্যে সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১১, ফটিকছড়ির ১২, হাটহাজারীর ৯, সীতাকুণ্ডের ২ ও মিরসরাইয়ের ৫ জন আছেন।

২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৭৯২ জন করোনা রোগী।

এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৫০৩ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৯ হাজার ৪০১ জন নগরের ও ৪ হাজার ১০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত সর্বমোট মারা গেছেন ২২৭ জন; তাদের মধ্যে ১৬০ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours