আজিজুল হক চৌধুরী
দীর্ঘ প্রতীক্ষা শেষে বিআরটিসি বাস সেবার আওতায় এসেছে বোয়ালখালীবাসী।
আজ মঙ্গলবার (২ মার্চ) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সার্ভিসের উদ্বোধন করেন। এর মধ্যে দিয়ে প্রায় দুই দশক পর আবারো বাস সার্ভিসের সুযোগ পাচ্ছে বোয়ালখালীবাসী।
জানা যায় – আশির দশকের প্রথম থেকেই কানুনগোপাড়া- হাওলা সড়কে ত্রিশের অধিক বাস নগরীর লাভলেইন থেকে কানুনগোপাড়া পর্যন্ত চলাচল করে থাকতো। পরবর্তীতে এ সড়কে বহদ্দার হাট থেকে ইটালি নামক টেম্পু সার্ভিস, ডাকসো টেম্পু, ভটভটি ও দেশীয় তৈরি টুকটুকি নামক সিএনজি চালিত অবৈধ যানবাহন বোয়ালখালীর এসব সড়কগুলো দখলে নেয়ায় ২০১৩ সালের দিকে একেবারেই বন্ধ হয়ে যায় এ সড়কের বাস সার্ভিস। সেই থেকে সিএনজিচালিত এসব অটোরিকশা-টেম্পু হয়ে ওঠে এখানকার মানুষের নগর যাতায়াতের একমাত্র মাধ্যম। এর ফলে অতিরিক্ত ভাড়া ও হয়রানির শিকার হয়ে আসছিল এখানকার যাত্রীরা। এর মধ্যে দিয়ে প্রায় এক দশক পর আবারো বাস সার্ভিস সেবার সুযোগ সৃষ্টি হওয়ায় এখন খুবই আনন্দিত বোয়ালখালীবাসী।
উদ্বোধন সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিসি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আ স ম জামসেদ খন্দকার বক্তব্যে দেন।
বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, থানা অফিসার ইনচার্জ আবদুল করিম, জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, রেজাউল করিম বাবুল, শফিউল আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাহাদাত হোসেন, জহুরুল ইসলাম জহুর, অধ্যাপক সমীর কান্তি দাস, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী লোকমান শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান বক্তব্য দেন।
এই সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, ডাঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ হায়দার শাহীন, আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা, সাইদুর রহমান খোকা, যুগ্ম সম্পাদক শেখ শহীদুল আলম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, সামসুল আলম চেয়ারম্যান, কাজল দে চেয়ারম্যান, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বোয়ালখালী প্রেসক্লাব সাবেক সভাপতি মনজুর আলম, বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রভাস চক্রবত্তী, ইয়াছিন চৌধুরী, এস এম নাঈম উদ্দিন, শাহ আলম বাবলুসহ প্রমুখ।
+ There are no comments
Add yours