আন্তর্জাতিক ডেস্ক:
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আব্দুল্লাহ
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ‘ইনডিয়া’ জোট ও ন্যাশনাল কনফারেন্সের (এসি) নেতা ওমর আবদুল্লাহ। এই নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদে আসীন হলেন।
বুধবার জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শপথ গ্রহণ করেন ওমর।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোটের শীর্ষ নেতারা অর্থাৎ কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকে’র কে কানিমোঝি এবং সুপ্রিয়া সুলে উপস্থিত ছিলেন।
গেলো বছর ভারতীয় জনতা পার্টিকে (বিজপি) ঠেকাতে ২৮টি বিরোধী দল নিয়ে গঠিত হয় এই ইনডিয়া জোট। ভারতের ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচনে এর ভালো ফলও পেয়েছে জোটটি।
জোটে রয়েছে- প্রধান বিরোধী দল কংগ্রেস, সমাজবাদী পার্টি, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে), শিবসেনা (উদ্ধব ঠাকরে), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার), যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিআই(এম)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ ১০ বছর পর গেলো সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে বিধানসভার নির্বাচন হয়েছে। নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয় লাভ করেছে ন্যাশনাল কনফারেন্স, ছয়টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ২৯টি আসন।
জম্মু-কাশ্মীরের সরকার গঠন করতে যেকোনো দল বা জোটের ৪৬টি আসনে জয় নিশ্চিত করতে হতো। সেক্ষেত্রে এনসি এবং কংগ্রেস উভয়ই বিজেপিবিরোধী জোট ‘ইনডিয়া’র শরিক দল, ফলে জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধীদের সরকার আসছে তা প্রায় নিশ্চিত ছিলো।
ওমর আবদুল্লাহর সঙ্গে শপথ নিয়েছেন আরও পাঁচ বিধায়ক। উপমুখ্যমন্ত্রী হয়েছেন সুরেন্দ্র সিং চৌধুরী। ওমরের মন্ত্রিসভায় তিনি ছাড়াও জম্মুর প্রতিনিধিত্ব করছেন আরও একজন স্বতন্ত্র প্রার্থী সতীশ শর্মা। তারা ওমরকে নিঃশর্ত সমর্থন জানিয়েছেন।
মন্ত্রিসভায় যোগ না দিলেও কংগ্রেস এ সরকারকে নিঃশর্ত সমর্থন জানিয়ে উপরাজ্যপালকে চিঠি পাঠিয়েছে। ওমর কংগ্রেসের একজনকে মন্ত্রী করতে রাজি থাকলেও কংগ্রেস রাজি হয়নি।
কংগ্রেসের প্রদেশ সভাপতি তারিক হামিদ কাররা আজ এক বিবৃতিতে বলেন, কংগ্রেস বারবার পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরতের দাবি জানিয়ে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও বারবার সেই প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজও তা হয়নি। বিজেপি সরকার তার প্রতিশ্রুতি পূরণ করেনি। সেই কারণেই প্রতিবাদস্বরূপ কংগ্রেস আপাতত মন্ত্রিসভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে মন্ত্রিসভায় স্থান হয়নি সিপিএম ও আম আদমি পার্টিরও। দুই দলই একটি করে আসন জিতেছে।
বুধবার শপথ গ্রহণের পরে এক্সে ওমর আবদুল্লাকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শ্রী ওমর আবদুল্লাহকে অভিনন্দন। জনগণের সেবা করার জন্য, তার প্রচেষ্টার জন্য, তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই।
এর আগে ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে এনসি পেয়েছিলো ২৮টি আসন। কংগ্রেস জিতেছিল ১৭টি আসনে। আর পিডিপি জয় পেয়েছিল ২১টি আসনে। সেবার কংগ্রেসের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর আবদুল্লা। ২০১৫ সালের জানুয়ারি মাস অবধি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
ইউরোপগামী সব ফ্লাইট বাতিল করলো ইরান এয়ারইউরোপগামী সব ফ্লাইট বাতিল করলো ইরান এয়ার
২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা বাতিল করে বিজেপি সরকার। সে সময় কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরজুড়ে আন্দোলনের ডাক দিয়েছিলো এনসি। গ্রেপ্তার করা হয়েছিলো দলটির অনেক নেতাকর্মীকে। এমনকি ওমর আবদুল্লাহও দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন।
+ There are no comments
Add yours