খবর বাংলা ডেস্ক
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ আক্রান্তদের সেবাকে আরো নিশ্চিত উন্নত করা এবং মৃতদের যথাযথ মর্যাদায় গোসল-কাফন-জানাযা-দাফন, সৎকারের ব্যবস্থা করার লক্ষ্যে চট্টগ্রামে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দানকারী অভুতপূর্ব সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের মধ্যে করোনা আক্রান্তদের সেবা প্রদানের লক্ষ্যে সমঝোতা চুক্তিপত্র সম্পাদন হয়েছে। গত ২১ জুলাই ২০২০ইং, মঙ্গলবার, চিটাগং ক্লাবে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন চমাশিহা’র জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম এবং নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ তৌহিদুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীন আহমদ, মা ও শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেন, কার্যকরী সদস্য এস.এম কুতুব উদ্দীন, নিষ্ঠা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহ, আলহাজ্ব এম এ সবুর, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আসিক ইউসুফ চৌধুরী, সংস্থার শুভাকাঙ্খী হাটহাজারী গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমান, সমাজসেবক আবু মুহাম্মদ ফোরকান স্বেচ্ছাসেবক টিম লিডার হাফেজ মুহাম্মদ আতাউল করিম, বশির উদ্দীন চৌধুরী আরজু। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীন আহমদ বলেন- করোনাকালীন সময়ে নিষ্ঠা ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আক্রান্তদের অক্সিজেন ও টেলিমেডিসিন এবং মৃতদের দাফন, সৎকার কার্যক্রম অত্যন্ত সূচারুরূপে যার যার ধর্মীয় মর্যাদায় সম্পন্ন করে আসছে। মুমূর্ষ রোগীকে জরুরী অক্সিজেন ও এম্বুলেন্স সেবা দিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, পরবর্তীতে হাসপাতাল থেকে সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার আনন্দই আলাদা। নিষ্ঠা ফাউন্ডেশন ও চমাশিহা চট্টগ্রামবাসীর জন্য ঠিক সেই কাজটিই করবে। করোনায় দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাওয়ার দরুন উন্নত সেবা ও চিকিৎসা সহায়তা দিতে হলে বর্তমানে সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই ফলে চট্টগ্রাম মা ও শিশু হাসাপাতাল এবং নিষ্ঠা ফাউন্ডেশন একে অপরের সহায়ক শক্তি হিসেবে করোনা মহামারী নিয়ন্ত্রণে একযোগে কাজ করবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
+ There are no comments
Add yours